অনলাইনে আয়? সেটা আবার কিভাবে?
অনলাইনে অর্থ আয়ের ব্যপারে মোটামুটি সবাই কমবেশি শুনেছেন। অনেকে হয়ত চেস্টাও করেছেন কিন্তু সফল হতে না পেরে হাল ছেড়ে দিয়েছেন। প্রয়োজনিয় দিক নির্দেশনার অভাবে অনেকে শুরু করতে চেয়েও পারেননি।
অনলাইনে অর্থ আয় এখন আর খুব কঠিন কোন ব্যপার নয়। একটি ব্যবসায় বা চাকুরিতে যেমন পরিশ্রম করার দরকার হয়, অনেক ক্ষেত্রে অনলাইনে তার চেয়েও অনেক কম পরিশ্রম এবং সময় দেয়ার প্রয়োজন পড়ে।
তবে এ পথে কোন শর্টকাট নেই। অনলাইনে আপনার প্রথম আয় করতে একটু বেশ সময় লেগে যেতে পারে এবং এটি মেনে নিতে হবে।
এসব প্রতিবন্ধকতা পার করে বাংলাদেশ এবং বিশ্বের অনেকেই প্রতি মাসে অনলাইনে হাজার হাজার ডলার আয় করছেন।
কি করবো? আর কোথায় বা করবো?
১ – ওয়েব কন্টেন্ট থেকে অর্থ উপার্জন
এ পদ্ধতিতে যে কোন বিষয়ের উপর আপনার একটি ওয়েব সাইট দরকার হবে। ব্লগ অথবা সাধারন স্ট্যাটিক ওয়েব সাইট থেকে যে কোন একটি বেছে নিতে পারেন। বিষয় নির্বাচন এক্ষেত্রে গুরুত্বপূর্ন একটি বিষয় এবং সাইটের কন্টেন্ট যথেস্ট ভাল হতে হবে। ভাল মানের পর্যাপ্ত পরিমানে কন্টেন্ট যুক্ত করার পর সেই ওয়েব সাইটে সোশ্যাল মিডিয়া এবং সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর আনার ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত পরিমান নিয়মিত ভিজিটর পেলে নিচের যে কোন পদ্ধতি ব্যবহার করে অর্থ উপার্জন সম্ভব।
এডসেন্সঃ ওয়েব কন্টেন্ট থেকে অর্থ উপার্জন এর সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে এডসেন্সের বিজ্ঞাপন প্রদর্শন। ভাল মানের একটি ওয়েব সাইটে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পেলে এডসেন্সের মাধ্যমে আয় করতে পারেন। এডসেন্স থেকে প্রতি মাসে কয়েক হাজার ডলার আয় করেন এমন অনেকেই রয়েছেন বাংলাদেশে। তবে এডসেন্স থেকে আয় করতে হলে ইংরেজীতে লেখালেখি এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে পারদর্শী হতে হবে।
- এফিলিয়েটঃ এমাজন, ক্লিকব্যাংক সহ বিভিন্ন এফিলিয়েট সেবাদাতার দেয়া লিংক ব্যবহার করেও আপনার ওয়েব কন্টেন্ট থেকে আয় করতে পারেন। এক্ষেত্রে লয়াল ভিজিটর এবং সার্চ ইঞ্জিন এর ভিজিটর প্রয়োজন।
ওয়েব সাইট ফ্লিপিং: এই পদ্ধতিতে আপনার তৈরি করা ওয়েব সাইটটি বিক্রি করে অর্থ উপার্যন করতে পারেন। ওয়েব সাইট ক্রয়-বিক্রয়ের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট flippa এ চোখ বুলিয়ে দেখতে পারেন এ সম্পর্কে ধারনা পেতে।
ওয়েব কন্টেন্ট থেকে অর্থ উপার্যন এর বিভিন্ন টিউটোরিয়ালে ভরপূর কয়েকটি ওয়েবসাইটঃ
nichepursuits
SmartPassiveIncome
problogger
৩ – সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন
এ প্রক্রিয়ায় একটি ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন রকম সেবা প্রদান করে আয় করা সম্ভব। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এসিও যেকোন একটি বিষয়ে পারদর্শী হলে একটি ওয়েব সাইট খুলে সেটির মাধ্যমে এসকল সেবা প্রদান করতে পারেন। কোন কিছুতে দক্ষ না হলে ওয়েব হোস্টিং এবং ডোমেইন রেজিস্ট্রেশন সেবাদান করে আয় করতে পারেন। বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা রিসেলার হোস্টিং এবং ডোমেইন বিক্রয় করে থাকে। মাত্র ১৫,০০০ টাকা আর একটি ওয়েবসাইট তৈরি করেই নেমে যেতে পারেন হোস্টিং ব্যবসায়ে।
উদাহরন হিসেবে চোখ বুলিয়ে দেখতে পারেন কয়েকটি ওয়েব সাইটে…
jaskgroup
IncredibleLab
TutoHost
২ – ফ্রীল্যান্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন
এ পদ্ধতিটি অনেকটা সেবাদানের মাধ্যমে আয় করার মতই। তবে এক্ষেত্রে নিজস্ব ওয়েব সাইটের মাধ্যমে সেবা প্রদানের বদলে ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস এর মাধ্যমে সেবা প্রদান করা হয়। ফ্রীল্যান্সিং করে অর্থ উপার্যন ব্যপক জনপ্রিয়তা পেয়েছে ইতোমধ্যে। ইচ্ছেমত কাজ বেছে নেয়ার সুযোগ এবং যেকোন জায়গা থেকে কাজ করার স্বাধীনতা থাকার কারনে অনেকেই ফ্রীল্যান্সিং এর দিকে ঝুঁকে পড়ছেন। ডিজাইন, ডেভেলপমেন্ট, এসিও এরকম যেকোন একটি কাজে পারদর্শী হলে যেকোন ফ্রীল্যান্সিং মার্কেট প্লেসের মাধ্যমে আয় করা সম্ভব।
যেমনঃ
ওডেস্ক
ফ্রীল্যান্সার
৪ – ডিজিটাল পন্য বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন
ডিজিটাল পন্য বিক্রয় করেও অনেকেই সাফল্যের দেখা পেয়েছেন অনলাইনে। স্টক ফটো, স্টক গ্রাফিক্স, ই-বুক ইত্যাদি বিক্রয় করতে পারেন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে।
- স্টক ফটোঃ ভাল মানের একটি ক্যামেরা থাকলে নেমে যেতে পারেন স্টক ফটো বিক্রি করে আয়ের পথে। স্টক ফটো বিক্রয়ের কয়েকটি ওয়েবসাইটঃ
iStockphoto
Shutterstock
Stockxpert
- স্টক গ্রাফিকঃ স্টক গ্রাফিক্স বিক্রয় করতে পারেন graphicriver এ।
- ই-বুকঃ একটি ই-বুক তৈরি করে বিক্রয় করতে পারেন e-junkie এর মাধ্যমে।
৫ – ই-কমার্স, ক্ল্যাসিফাইড এডের মাধ্যমে অর্থ উপার্যন
- ই-কমার্সঃ বাংলাদেশে ই-কমার্সের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। বেশ কয়েকটি ই-কমার্স সাইট সাফল্যের সাথে এগিয়ে চলেছে কয়েক বছর ধরে। এই সেক্টরটি খুব বেশি ক্রাউডেড হয়ে যাওয়ার আগেই চেস্টা করে দেখতে পারেন। টি-শার্ট বিক্রির একটি ই-কমার্স সাইট tzonebd এ চোখ বুলিয়ে দেখতে পারেন এ সম্পর্কে আরও ধারনা পেতে।
- ক্ল্যাসিফাইড এডঃ ক্লিকবিডি, সেলবাজার দীর্ঘদিন ধরে তাদের ব্যবসায় পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশে। বিক্রয় ডট কমও অল্প সময়ে ব্যপক সাফল্যের দেখা পেয়েছে। একটি ক্ল্যাসিফাইড এড সাইটও হতে পারে অনলাইনে আপনার সাফল্যের চাবিকাঠি।
= কোথায় শিখবেন এ সকল বিষয়?
অনলাইনেই খুজে পাবেন হাজার হাজার রিসোর্স।
খুলনায় কোথাও প্রশিক্ষন নিতে চাইলে সাউথ সেন্ট্রাল রোডের রেইনবো সোর্সিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে। আমাদের ফেসবুক মেম্বারদের এর সকল কোর্সে রয়েছে ৫% ছাড়। এই ছাড় পেতে আপনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করুন rainbow.sp.khl@gmail.com এ।
প্রয়োজনে আমাদেরঃ
০১৬১১-৭৬৭৮৯৩ প্রধান নির্বাহী কর্মকর্তা
০১৬১১-৭৬৭৮৯২ ব্যাবস্থাপনা পরিচালক
০১৬১১-৭৬৭৮৯৫ বিপনন ব্যাবস্থাপক
০১৬১১-৭৬৭৮৯৪ তথ্য জিজ্ঞাসা ২৪/৭
আমাদের প্রশিক্ষণ কেন্দ্রঃ
১৩, সাউথ সেন্ট্রাল রোড,খুলনা - ৯১০০
আমাদের ল্যাবঃ
৩১, টুটপাড়া সেন্ট্রাল রোড, খুলনা -৯১০০
আমাদের প্রজেক্ট অফিসঃ
২৩, মিয়াঁ পাড়া মেইন রোড, খুলনা -৯১০০
আমাদের সাতক্ষীরা শাখাঃ
সরকারী কলেজ রোড, মুনজিত পুর, সাতক্ষীরা-৩৪০০